শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

স্ত্রী হত্যার অভিযোগে শশী থারুরকে যে ছয়টি প্রশ্ন করেছে পুলিশ



স্ত্রী সুনন্দা পুসকারকে হত্যার অভিযোগের খরগ অনেক আগে থেকেই ঝুলছে ভারতের কংগ্রেসের প্রথম সারির নেতা শশী থারুরের বিরুদ্ধে। দিল্লীর লীলা হোটেলে সুনন্দা পুসকারের মৃতদেহ পাওয়া যায়। এ সময় তার গায়ে ১৫টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুনন্দার মৃত্যুর পেছনে তার স্বামী শশী থারুরের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তানী সাংবাদিক মেহের তারারের সাথে গোপন প্রণয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানা যায়। সম্প্রতি ভারতের রাজনীতিবিদ ও খ্যাতিমান লেখক শশী থারুরকে এ ছয়টি প্রশ্ন করেছে দিল্লীর পুলিশ:
প্রশ্ন এক: কেন তার কক্ষে অ্যালপ্রাক্স পিল পাওয়া যায় যেটা ডাক্তারের ব্যবস্থায় ছিলনা?
প্রশ্ন দুই: তার শরীরে ১৫ টি আঘাতের চিহ্ন পাওয়া যায়? আপনি কি তাকে আঘাত করেছিলেন?

প্রশ্ন তিন: তাকে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর কেন হাসপাতালে নেওয়া হয়নি? কেন সাথে সাথে পুলিশ ডাকা হয়নি?
প্রশ্ন চার: কেন এআইআইএমএস পরিচালককে সুনন্দার মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে মেইল পাঠানো হলো?

প্রশ্ন পাঁচ: কেন আপনি এই খবর ছড়ালেন তার ‘লুপু’ হয়েছিল যেখানে আসলে তিনি সেটাতে আক্রান্ত হননি?

প্রশ্ন ছয়: আপনি মেহের তারারকে(পাকিস্তানী সাংবাদিক) কিভাবে চেনেন? আপনারা কি দুবাইয়ে একসাথে ছিলেন?

শশী থারুর কি জবাব দিয়েছেন তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে।

সূত্র: টাইমস্ অব ইনডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন