শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

কফি খান, চামড়ার ক্যান্সার ঠেকান

নতুন একটি গবেষণায় পাওয়া গেছে যারা নিয়মিত কফি পান করেন তাদের চামড়ার ক্যান্সারের ঝুঁকি কমে যায়। দুরারোগ্য মেলানোমা চামড়ার ক্যান্সার আমেরিকায় অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাড়ায়।
গবেষণায় দেখা যায় যেসব ব্যক্তি দিনে ৪ কাপ অথবা তার চেয়ে বেশি কাপ কফি খান তাদের মেলানোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা যারা খান না তাদের চেয়ে ২০% কমে যায়।

গত ২০ জানুয়ারি জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এ গবেষণাটি প্রকাশ করে।
গবেষণায় এ সতর্কতাও দেয়া হয়। কফি খেয়ে নিয়মিত সূর্যের আলোতে সানস্ক্রিন না লাগিয়ে গেলে তেমন কাজ হবে না। চামড়ার ক্যান্সারের সবচেয়ে বড় কারণ সূর্যের অতি বেগুণী রশ্মি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর তথ্যমতে ২০১৪ সালে ৭৬,১০০ জন চামড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯,৭১০ জন এর মধ্যেই মারা গেছেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী রোগের তালিকায় চামড়ার ক্যান্সার প্রথম সাড়িতে রয়েছে।

সূত্র: ইয়াহু হেলথ্

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন