রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ ১০ দিন পর জনসমক্ষে আসলেন। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত ৫ মার্চ। ধারণা করা হয় তিনি অসুস্থ ছিলেন এজন্য গত ১০ দিন জনসমক্ষে আসেননি।
পুতিনকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল ইতালীয় প্রধানমন্ত্রী মাতিও রেনজির সাথে।
এই ১০ দিনে কি করছিলেন পুতিন এটা নিয়ে বাতাসে বিভিন্ন কথা চাউর হয়ে গেছে। কথা শুরু হয় গত সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার কাজাখস্তানে নির্ধারিত সফর বাতিল হওয়ার পর থেকেই।
দশদিন পর কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সাথে এক সরকারী সাক্ষাতে মিলিত হন পুতিন। এক্ষেত্রে রাশিয়ার ঐতিহ্যবাহী জারদের নির্মিত সেন্ট পিটার্সবার্গের স্ট্রেলনিয়া রাজপ্রাসাদকে বাছাই করা হয় মিটিংয়ের জন্য।
এদিকে রাশিয়ার সরকারী টিভি চ্যানেল রুশিয়া টুয়েন্টি ফোর এই সাক্ষাতের কিছু ফুটেজ সম্প্রচার করে কিন্তু সেইসব ফুটেজগুলোতে কোন শব্দ শুনা যাচ্ছিল না।
ধারণা করা হচ্ছে এই দশ দিন অসুস্থ ছিলেন পুতিন অথবা ক্রেমলিনে কোন বিদ্রোহ ঠেকাচ্ছিলেন বা তার কোন বান্ধবীর গর্বে নতুন সন্তানের জন্মকে উদযাপন করতে গিয়েছিলেন।
তার এই দীর্ঘ অনুপস্থিতির পরপরই তিনি দেশটির নৌবাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতি নেয়ার আদেশ দেন।
সূত্র: বিবিসি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন