বুধবার, ১৮ মার্চ, ২০১৫

সবচেয়ে আধুনিক ঘড়ি নিয়ে আসলো অ্যাপল


অ্যাপল এর সিইও টিম কুক অ্যাপলের ঘড়ির মডেল উপস্থাপন করলো সম্প্রতি। নতুন এই ঘড়িগুলো খুবই সহজে বহনযোগ্য এবং দামও হাতের নাগালে। দাম শুরু ৩৫০ ডলার থেকে।

ঘড়িগুলো কিভাবে সবচেয়ে আধুনিক? চারকোণাকার ঘড়িগুলোতে ডেবলপাররা গেমস যুক্ত করতে পারবেন। সেখানে আবহাওয়া সংক্রান্ত বিষয়াদি থাকবে, মোবাইলে ইন্টারনেট চালু না করেই ঘড়িতে অনেকগুলো কাজ করে ফেলা যাবে।
অ্যাপলের প্রধান টিম কুকের মতে এটা হচ্ছে ‘অ্যাপলের সবচেয়ে পার্সোনালাইজড পণ্য’।

অ্যাপলের ঘড়িটির আরও বিশেষ দিক হচ্ছে:
ঘড়িটিতে নতুন যোগের সকল অ্যাপগুলো যোগ করার সুবিধা রয়েছে। এ ঘড়িগুলোতে ওয়াচকিট নামে একটি নতুন সফটওয়ার ব্যবহার করা হচ্ছে। নিজের ইচ্ছামত অ্যাপ ব্যবহার করার সুযোগ রয়েছে ঘড়িগুলোতে।
অ্যাপল জানিয়েছে যে ঘড়িগুলোর তিনটি ভার্সান রয়েছে; দ্য অ্যাপল ওয়াচ, দ্য ওয়াচ স্পোর্ট আর দ্য ওয়াচ এডিশন। ৩৫০ থেকে দাম শুরু হলেও কিছু কিছু ঘড়ির দাম ১০ হাজার ডলার পর্যন্ত। যেমন ওয়াচ এডিশনের দাম পড়বে ১০ হাজার ডলার। ঘড়িটি আঠারো ক্যারেট সোনা দিয়ে মোড়ানো হয়েছে।

ঘড়িগুলোর আরও মজার দিক হচ্ছে এগুলো আপনার ওয়ালেট হিসেবেও ব্যবহার করা যাবে। মানে হলে ম্যাকডোনাল্ড, সেফোরা, স্ট্যাপলস্, সাবওয়ে ইত্যাদি বড় রিটেইল স্টোরগুলোতে কার্ড মেশিনের মাধ্যমে দাম পরিশোধ করা যাবে। ঘড়িটি কার্ড মেশিনের সামনে রেখে দাম পরিশোধ করা যাবে।

ঘড়িগুলোতে অনেক শক্তিশালী ব্যাটারি যুক্ত করা আছে। এবং ম্যাগনেটিক চার্জার রয়েছে সেখানে এজন্য চার্জ করা নিয়ে আর ভাবতে হবেনা। ঘড়ি চার্জ দেয়ার জন্য কোথাও লাগানোর দরকার নাই। শুধু একটু ঘষা (স্ন্যাপ) দিলেই ম্যাগনেটিক চার্জার চালু হয়ে যাবে।
এখন এত বর্ণনা দিলাম এবার ঘড়িটা পাবো কেমনে? হ্যা আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকেই বাজারে সবার জন্য উন্মুক্ত হচ্ছে অ্যাপলের তৈরি সবচেয়ে আধুনিক ঘড়িগুলো।

সূত্র: এলিট ডেইলি

সত্যিকারের স্পাইডারম্যান এখন ব্রিটেনের রাস্তায়!


হলিউডের পর্দা ছেড়ে বের হয়ে এবার সত্যিকারের এক স্পাইডারম্যানের দেখা পাওয়া যাচ্ছে ব্রিটেনের রাস্তায়। দুস্থ, নি:স্ব ও অসহায় মানুষদের জন্য সময়ে সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সে স্পাইডারম্যান। ব্রিটেনের বার্মিংহামে রয়েছেন ওই স্পাইডারম্যান।

তবে ওনি সিনেমার স্পাইডারম্যানের মতো অসাধারণ ও অবিশ্বাস্য কোন স্টান্ট নেন না। তিনি শুধু স্পাইডারম্যানের মতো পোষাকই পড়েন কিন্তু কাজ করেন স্পাইডারম্যানের মতো! রাতের বেলা বার্মিংহামের রাস্তায় নেমে ক্ষুধার্ত ও ঘরহীন মানুষদের খাবার দেন।

এই নামহীন ছেলেটির বয়স বিশের কোঠায় হবে। এর আগে অনেক দাতব্য কাজে ছেলেটি অংশগ্রহণ করলেও তেমন নজরে আসেননি কারও। কিন্তু স্পাইডারম্যানের পোষাক পড়ার সাথে সাথেই তিনি বেশ আলোচনায় চলে আসেন বার্মিংহাম শহরে। তিনি বলেন যে এখন অনেক লোকই এই সেবামূলক কাজে আগ্রহ দেখাচ্ছে।
তিনি গত একমাস ধরেই বার্মিংহামের রাস্তায় এই সেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি এখন শহরের নতুন সেলিব্রেটি। এখনো তার উদ্দেশ্য সৎ বলে মনে করছে সবাই।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সবার দিকে  মানুষ হিসেবে দৃষ্টি দেয়া উচিত। এবং অন্যের দিকে এমন দৃষ্টিতে তাকানো উচিত যেন আমার কাছের বন্ধু।’
তিনি আশা করেন বার্মিংহাম একটি অসাধারণ থাকার জায়গা হবে।
বার্মিংহাম স্পাইডারম্যান নামে একটি টুইটার অ্যাকাউন্টে তার সকল কর্মকান্ডের খবর শেয়ার করছেন ওই নাম না জানা ব্যক্তিটি।

টুইটারে শেয়ার করা কয়েকটি ছবির মধ্যে একটিতে লেখা, ‘পার্লামেন্ট সদস্যরা প্রতিবছর দ্বিতীয় ঘরের জন্য বিশ হাজার একশো পাউন্ড ভাতা পান সেখানে গৃহহীনরা এক পাউন্ডও পান না।’

সূত্র: এলিট ডেইলি

১০ দিন পর দেখা পুতিনের মুখ


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ ১০ দিন পর জনসমক্ষে আসলেন। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত ৫ মার্চ। ধারণা করা হয় তিনি অসুস্থ ছিলেন এজন্য গত ১০ দিন জনসমক্ষে আসেননি।
পুতিনকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল ইতালীয় প্রধানমন্ত্রী মাতিও রেনজির সাথে।
এই ১০ দিনে কি করছিলেন পুতিন এটা নিয়ে বাতাসে বিভিন্ন কথা চাউর হয়ে গেছে। কথা শুরু হয় গত সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার কাজাখস্তানে নির্ধারিত সফর বাতিল হওয়ার পর থেকেই।
দশদিন পর কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সাথে এক সরকারী সাক্ষাতে মিলিত হন পুতিন। এক্ষেত্রে রাশিয়ার ঐতিহ্যবাহী জারদের নির্মিত সেন্ট পিটার্সবার্গের স্ট্রেলনিয়া রাজপ্রাসাদকে বাছাই করা হয় মিটিংয়ের জন্য।
এদিকে রাশিয়ার সরকারী টিভি চ্যানেল রুশিয়া টুয়েন্টি ফোর এই সাক্ষাতের কিছু ফুটেজ সম্প্রচার করে কিন্তু সেইসব ফুটেজগুলোতে কোন শব্দ শুনা যাচ্ছিল না।
ধারণা করা হচ্ছে এই দশ দিন অসুস্থ ছিলেন পুতিন অথবা ক্রেমলিনে কোন বিদ্রোহ ঠেকাচ্ছিলেন বা তার কোন বান্ধবীর গর্বে নতুন সন্তানের জন্মকে উদযাপন করতে গিয়েছিলেন।
তার এই দীর্ঘ অনুপস্থিতির পরপরই তিনি দেশটির নৌবাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতি নেয়ার আদেশ দেন।

সূত্র: বিবিসি