নরকে দাওয়াত তোমাদের
কে কে যাবে?
নারকের দাবদাহে জ্বলে পুড়ে ছাই হবে কে?
সাহস নাই হে-
বেহেশতের নহর আর হুরপরীদের লোভে নরকের-ছায়া মাড়াবেনা-
লাভ কি?ধাক্কিয়ে নিয়ে যাবে নরকের দারোয়ান-
খুশি মনে চলো যাই নরকে-মিছিল নিয়ে- আমরা-
সেলিব্রেটির সব নরকে সমারোহ
ঐশ্বরিয়া-মাধুরী-‘ডুলারে এ ডুলারে’ গান গেয়ে নেচে নিয়ে আসবে পানীয়
নরকের লাকড়িতে সিগারেট ধরিয়ে পান করবো শাহরুখ, আমির
সালমান খানের সাথ
অটোগ্রাফের ধরাধরি নাই
চিরদিন থাকার নিশ্চিন্ত অভিলাষ
সুপারস্টার ,সুপারম্যান আর সুপারহিরোদেরমাঝে তুমি ছোট নও বৈকি
হিটলার, বুশ, মুসোলিনি ওসামা, ওবামা করে নরকের সীমানা নির্ধারণ
খালেদা হাসিনার চুলাচুলিতে মল্লিকা শেরওয়াত দেয় কোমড় দোলানো নাচ
আয়, আয়, নরকে নিমন্ত্রণ তোদের…।
কে কে যাবে?
নারকের দাবদাহে জ্বলে পুড়ে ছাই হবে কে?
সাহস নাই হে-
বেহেশতের নহর আর হুরপরীদের লোভে নরকের-ছায়া মাড়াবেনা-
লাভ কি?ধাক্কিয়ে নিয়ে যাবে নরকের দারোয়ান-
খুশি মনে চলো যাই নরকে-মিছিল নিয়ে- আমরা-
সেলিব্রেটির সব নরকে সমারোহ
ঐশ্বরিয়া-মাধুরী-‘ডুলারে এ ডুলারে’ গান গেয়ে নেচে নিয়ে আসবে পানীয়
নরকের লাকড়িতে সিগারেট ধরিয়ে পান করবো শাহরুখ, আমির
সালমান খানের সাথ
অটোগ্রাফের ধরাধরি নাই
চিরদিন থাকার নিশ্চিন্ত অভিলাষ
সুপারস্টার ,সুপারম্যান আর সুপারহিরোদেরমাঝে তুমি ছোট নও বৈকি
হিটলার, বুশ, মুসোলিনি ওসামা, ওবামা করে নরকের সীমানা নির্ধারণ
খালেদা হাসিনার চুলাচুলিতে মল্লিকা শেরওয়াত দেয় কোমড় দোলানো নাচ
আয়, আয়, নরকে নিমন্ত্রণ তোদের…।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন